বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ এএম

ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত
ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বরাবরই রান করে থাকেন। চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে বিপর্যয় মুহূর্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে ভারত। নিজের ব্যাটিং দক্ষতায় বাংলাদেশকে পিছিয়ে দেয়া এই অলরাউন্ডার দ্বিতীয় দিন শেষে প্রতিপক্ষকেও প্রশংসায় ভাসিয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন অশ্বিন। তিনি বলেন, আমি এটি আগেও বলেছি, এখানে বাংলাদেশের বিপক্ষে বলে আলাদা কিছু নেই। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময়ই ভালো করতে মুখিয়ে থাকি, পারফর্ম করে ম্যাচ জিততে চাই।
তিনি বলেন, আমি উপভোগ করি খেলাটা। সুযোগ পেলেই চেষ্টা করি ভালো করতে, সফল হওয়ার। এজন্যই খেলতে চাই সবসময়। আমার জন্য বর্তমানে থাকাটা জরুরি ব্যাপার এবং নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বাংলাদেশ দলকে অনেক সম্মান করি।
বাংলাদেশের ক্রিকেটে উন্নতি আরো আগেই দেখছেন বলে উল্লেখ করে এই অভিজ্ঞ তারকা বলেন, অনেকদিন ধরে তারা ভালো খেলে আসছে। বেশ অভিজ্ঞ একটি দল তারা। হয়তবা সব ম্যাচ যোগ করলে আমাদের চেয়েও বেশি অভিজ্ঞ দল হতে পারে তারা, যদিও পরিসংখ্যানের ব্যাপারে আমি নিশ্চিত নই। আমরা অবশ্যই তাদের সম্মান করি।
আরো পড়ুন : ১৪৯ রানে অলআউট বাংলাদেশ