সাকিবের বিদায়টা যেন গোটা বিশ্ব দেখে: ইমরুল কায়েস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১১:২৬ পিএম

সাকিব আল হাসান ও ইমরুল কায়েস
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানিয়েছেন সাকিব আল হাসান। তবে শেষ টেস্ট খেলতে দেশে ফিরবেন কিনা এই টাইগার অলরাউন্ডার সেটা এখনো নিশ্চিত না। দেশে ফিরলে নিরাপত্তার যে কথা জানিয়েছেন সাকিব সেটা নিশ্চিত হলেই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন তিনি। তবে সাকিবের বিদায়টা যেন গোটা বিশ্ব দেখে এমনটা চাওয়া জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসের।
রবিবার (৬ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন ইমরুল। তিনি বলেন, সাকিবের মতো খেলোয়াড়কে এমনভাবে বিদায় দেয়া উচিত যেন শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব দেখে যে, একজন কিংবদন্তির বিদায় হল। আমার মনে হয় এটা সবাই চাচ্ছে। আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। দেশের মানুষও চাচ্ছে। তবে পলিটিক্যাল প্রোটকলের জন্য মনে হয় হচ্ছে না, আমার মনে হয় এটা নিয়ে উপর মহল কাজ করছে। এটার হয়ত খুব দ্রুত সমাধান হয়ে যাবে।
আরো পড়ুন: হেসেখেলে বাংলাদেশকে হারাল ভারত
খেলোয়াড়দের বিদায় মাঠ থেকে নেয়া নিয়ে ইমরুল বলেন, একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, আমাদের একটা ট্রেন্ড থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একজন লিজেন্ডারি ক্রিকেটারের বিদায় নেয়া। কিন্তু আমরা কাউকে দেখি নাই। মাশরাফি ভাইকে দেখি নাই। এর আগে যতগুলো খেলোয়াড় ছিল আমরা দেখি নাই। এই জিনিসটা চালু হওয়া উচিত।
ইমরুল কায়েস আরো বলেন, সাকিব সৎসাহস দেখিয়েছে। আপনি অবসর নিবেন, আপনি যদি নিজে সৎসাহস দেখাতে না পারেন, তাহলে তো ভাই এত বছর ক্রিকেট খেলে অ্যাচিভমেন্ট কি হল। সাকিব নিজের সৎসাহস দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে। এখানে আসলে সাহসেরও কিছু নাই, এটাই পেশাদারিত্ব। সাকিবের প্রেস কনফারেন্স আমি দেখেছি। ও বলেছে, ওর জায়গায় এখন নতুন কাউকে সুযোগ দিলে আরো ভালো হবে।
আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রোটিয়া ক্রিকেট দলের। এরপর ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে। সাকিব অবশ্য ঘোষণা দিয়েছেন মিরপুরেই নিজের শেষ টেস্ট খেলতে চান।