বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পিএম

বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
ভারতে ব্যর্থ মিশন, বাংলাদেশ দলে ঢাকায় ফেরার পর হঠাৎ করেই আলোচনায় প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন, বরখাস্ত হচ্ছেন লংকান এই মাইন্ডমাস্টার। যদিও পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর টিকে গিয়েছিলেন বিজ্ঞানী হাথুরু। তবে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পর ফের সমালোচনায় টাইগারদের প্রধান কোচ। শেষ পর্যন্ত আজই শেষ হতে পারে হাথুরুর অধ্যায়।
এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ফারুক আহমেদ। দুপুর সাড়ে তিনটায় মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। আর সকাল থেকেই গুঞ্জন হাথুরু বরখাস্ত হচ্ছেন। আকস্মিক সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিষয়টি আরো জোরালো হলো।
২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন হাথুরু। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ধারণা করা হচ্ছে, মেয়াদ পূরণ না করেই ছাঁটাই করা হবে হাথুরু।
গত ৭ অক্টোবর বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরু প্রসঙ্গ-এ বিসিবি সভাপতি ফারুক বলেন, 'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।'
খোলাসা করে বিসিবি বস বলেন, 'নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনো কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনো তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনো আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।'
ধারণা করা হচ্ছে, নতুন করে বিদেশি কোনো কোচকেই ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দেয়া হতে পারে। কারণ, চলতি বছরে এখনো কয়েকটি সিরিজ বাকি রয়েছে। ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ থেকেই নতুন কোচ দেখা যেতে পারে।
আরো পড়ুন : সাকিবের দেশে আসার ব্যাপারে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা