×

ক্রিকেট

কেকেআরের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়াসকে কিনবে কোন দল, নিলামের আগে জানিয়ে দিলেন গাভাস্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৬ পিএম

কেকেআরের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়াসকে কিনবে কোন দল, নিলামের আগে জানিয়ে দিলেন গাভাস্কার

ছবি : সংগৃহীত

   

আইপিএল ২০২৪ এর নিলামটি এখন আর দূরে নয়, এবং একদিকে যেখানে অনেকেই নতুন ক্রিকেটারের জন্য চোখ রাখছেন, সেখানে গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পর শ্রেয়স আয়ারের নাম শিরোনামে রয়েছে। যদিও গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন শ্রেয়স, এবারের আইপিএলে তাকে ধরে রাখেনি কেকেআর। এর মধ্যেই, ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার আগেভাগেই ভবিষ্যদ্বাণী করেছেন যে, শ্রেয়স আয়ারকে এবার নিলামে কোন দল কিনবে।

কেকেআরের সঙ্গে সম্পর্কের ফাঁক

গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরও শ্রেয়স আয়ারকে ধরে না রাখার পিছনে কোনো স্পষ্ট কারণ জানাননি কেকেআর কর্তৃপক্ষ। তবে গাভাস্কারের মতে, এই সিদ্ধান্তের পিছনে টাকা সংক্রান্ত বিষয় থাকতে পারে। তিনি মন্তব্য করেছেন, "কেকেআর যখন আইপিএল জিতেছিল, তখন শ্রেয়স তাদের অধিনায়ক ছিলেন। আমার মনে হয়, শ্রেয়সের সঙ্গে রফা হয়নি তাদের টাকা নিয়ে। সেই কারণে শ্রেয়সকে তারা ধরে রাখতে পারেনি।" অর্থাৎ, গাভাস্কারের মতে, কলকাতা নাইট রাইডার্স শ্রেয়সকে যে পরিমাণ টাকা দিতে চেয়েছিল, সেটা তার চাহিদার সঙ্গে মেলেনি, আর তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শ্রেয়সের সম্পর্ক

শ্রেয়স আয়ারের আইপিএল ক্যারিয়ারের শুরু হয়েছিল দিল্লি ক্যাপিটালসে, যেখানে তিনি দীর্ঘ সময় ধরে অধিনায়ক ছিলেন। তবে ঋষভ পন্থকে অধিনায়ক করার পর শ্রেয়স দিল্লি ছেড়ে দেন। এখন, গাভাস্কার মনে করছেন, দিল্লি ক্যাপিটালস আবার শ্রেয়সকে নিলামে নিতে আগ্রহী হতে পারে। তিনি বলেন, "কলকাতা এবং দিল্লি উভয়ই শ্রেয়সকে নিতে চাইবে, কিন্তু আমি মনে করি দিল্লি শেষ পর্যন্ত শ্রেয়সকে কিনবে।" গাভাস্কারের মতে, শ্রেয়স আগেও দিল্লিতে খেলেছেন, তাই সেখানে তার মানিয়ে নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। 

শ্রেয়সের পারফরম্যান্স

গত আইপিএলে শ্রেয়স আয়ার ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ১৪ ইনিংসে তিনি ৩৫১ রান করেছিলেন, যার মধ্যে ছিল ৩৯ গড় এবং ১৪৬.৮৬ স্ট্রাইক রেট। কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে তার অবদান ছিল অনস্বীকার্য। এই পারফরম্যান্স তাকে নিলামে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

গাভাস্কারের ভবিষ্যদ্বাণী: বাস্তবে কী হবে?

গাভাস্কারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দিল্লি শ্রেয়সকে নিজেদের দলে ফিরিয়ে নিতে পারে। তবে, নিলামে কোনো দল শ্রেয়স আয়ারের জন্য কতটা আগ্রহ দেখাবে, তা এখনো অজানা। তবে নিশ্চিতভাবেই, শ্রেয়স আয়ার এবার আইপিএলে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠবেন।

আইপিএল ২০২৪ নিলামের সময়েই জানা যাবে, গাভাস্কারের এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App