আইপিএল নিলামে নজরে থাকছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
আইপিএল নিলাম নিয়ে বরাবরই আগ্রহ থাকে বাংলাদেশিদের। তবে হাতেগোনা ২-১টি আসর বাদে বাকি সব আসরেই পূরণ হয়নি সমর্থকদের প্রত্যাশা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে অনেকটা অবহেলার চোখেই দেখা হয় বাংলাদেশি ক্রিকেটারদের। সামনে আইপিএলের মেগা নিলাম, যেখানে এবার রেকর্ডসংখ্যক ১২ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন বাংলাদেশ থেকে। স্বভাবতই বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার প্রত্যাশাও বেশি।
প্রতিটি দলের ১৯ থেকে ২০ জন ক্রিকেটার স্কোয়াডে ভেড়ানোর সুযোগ আছে। তাই নিলামে যাদের নাম উঠছে, সবারই আছে দল পাওয়ার সম্ভাবনা। তবে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারের দিকে এবার বাড়তি নজর থাকতে পারে আইপিএলের নিলামে, দেখে নেয়া যাক।
সবার প্রথমে নাম আসবে মুস্তাফিজুর রহমানের। আইপিএলে পাঁচটি দলের হয়ে খেলা এই ক্রিকেটারের ভিত্তিমূল্য এবারো ২ কোটি রুপি। ভারতের কিছু উইকেটে তিনি দলের সেরা হাতিয়ার হতে পারেন। গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার জেতেন পার্পল ক্যাপ। আইপিএলে শিরোপাও আছে তার, যেবার হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। আইপিএলে কোনো অভারতীয় ক্রিকেটারের সেরা উদীয়মান হওয়ার কীর্তিও এখনো মুস্তাফিজের দখলে। এবারো তার দিকে নজর থাকবে কোনো না কোনো দলের।
আরো পড়ুন : ফিটনেস টেস্টে উত্তীর্ণ, বিসিবির সবুজ সংকেত পেলেন সাকিব
জাতীয় দলের তরুণ সেনসেশন নাহিদ রানার দিকে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির চোখ থাকতে পারে। গতির ক্ষেত্রে কোনো আপোষ নেই এই তরুণ পেসারের। একইসঙ্গে মাথা ঠাণ্ডা রেখে বল করার ক্ষেত্রেও পারদর্শী। আইপিএলে এবারই প্রথম নাম দিলেও ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের এই গতিময় ভয়ংকর পেসারের দিকে চোখ থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিদের।
দল পাওয়ার দৌড়ে এগিয়ে তাসকিন আহমেদও। তাসকিন আইপিএলে ডাক পেয়েছেন আগেও। জাতীয় দলের খেলার জন্য আইপিএল বিসর্জন দিলেও ১ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসার এবার আইপিএল খেলার জন্য প্রস্তুত। অতীতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস থেকে প্রস্তাব পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কথা শোনা যাচ্ছে, যার মধ্যে এবারো আছে কলকাতা।
তাসকিনের মতো অতীতে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন শরিফুল ইসলামও। তবে জাতীয় দলের তিন ফরম্যাটের এই পেসার এখনো আইপিএলে কোনো ম্যাচ খেলেননি। এবার যেহেতু বিসিবি এনওসি দেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, তাই আইপিএলের ১৮তম আসরে যে ক’জন পেসারকে নিয়ে একাধিক দলের আগ্রহ থাকবে তাদের মধ্যে থাকতে পারে শরিফুলের নামটাও।
লেগ স্পিনার রিশাদ হোসেনেরও আছে দল পাওয়ার সম্ভাবনা। লেগ স্পিনে বিশ্ব মাতানো এই ক্রিকেটার বিগ ব্যাশেও দল পেয়ে ইতিহাস গড়েছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের যে লেগ স্পিন প্রীতি, তাতে রিশাদের সামনে নিজেকে আরো বড় মঞ্চে তুলে ধরা সুবর্ণ সুযোগ আসতেই পারে।
সব শেষে বলা যায় সাকিব আল হাসানের কথা। আইপিএলে তার সমৃদ্ধ পরিসংখ্যান, দুদুটি শিরোপা আর অগাধ অভিজ্ঞতা আরো একবার এনে দিতে পারে বিশ্বের সবচেয়ে বড় লিগে খেলার সুযোগ। ইতোমধ্যে সাকিবকে নিয়ে উন্মাদনা শুরুও হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের এক ফেসবুক-এক্স পোস্টকে কেন্দ্র করে।