প্রথম দিনে উইন্ডিজের সংগ্রহ ২৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টিম টাইগার্সের।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে শুক্রবার রাতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়।
প্রথম সেশনে ২৫ রানে ২ উইকেট তুলে নেওয়া বাংলাদেশকে হতাশ করেন মিকাইল লুই ও আলিক আথানেজ। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা লুই ৯০ রানে জীবন পাওয়ার পর স্বচ্ছন্দ হতে পারেননি। বেরিয়ে এসে মেহেদী হাসানকে ছক্কা মারার চেষ্টায় ফেরেন। ৯৭ রানে তার বিদায়ে ভাঙে ১৪০ রানের জুটি।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, উইকেট ভালো মনে হলেও প্রথম ঘণ্টার সুবিধা কাজে লাগাতে চায় তার দল। প্রথম দিনে ৮৪ ওভার খেলে ৫ উইকেটে ২৫০ রান করে স্বাগতিকরা।
প্রথম সেশনে ২৫ রানে ২ উইকেট তুলে নেওয়া বাংলাদেশকে হতাশ করেন মিকাইল লুই ও আলিক আথানেজ। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা লুই ৯০ রানে জীবন পাওয়ার পর স্বচ্ছন্দ হতে পারেননি।
বেরিয়ে এসে মেহেদী হাসানকে ছক্কা মারার চেষ্টায় ফেরেন। ৯৭ রানে তার বিদায়ে ভাঙে ১৪০ রানের জুটি।
ভালো শুরুর পর হুট করেই যেন তৃতীয় সেশনে খেই হারাল বাংলাদেশ। কিছুটা এলোমেলো বোলিংয়ে সুবিধা নিয়ে তরতর করে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিরোধ গড়া দুই ব্যাটসম্যান জাগাল সেঞ্চুরির আশা। তাদের নব্বইয়ের ঘরে থামিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।
আলোকস্বল্পতায় আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৫০। ২১ বলে দুই চারে ১৪ রানে খেলছেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা। এক চারে ২৬ বলে জাস্টিন গ্রিভসের রান ১১।
প্রথম দুই সেশনে রানের জন্য সংগ্রাম করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় সেশন রান করে দ্রুত। এতে বড় অবদান আথানেজের। নড়বড় শুরুর পড় আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি খেলেন ৯০ রানের ইনিংস।
দ্বিতীয় নতুন বল এখনো বেশ নতুন। দ্বিতীয় দিন সকালে (শনিবার রাতে) স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিতে এই বলই হয়তো বাংলাদেশের বড় আশা।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫০/৫ (ব্র্যাথওয়েট ৪, লুই ৯৭, কার্টি ০, হজ ২৫, আথানেজ ৯০, গ্রিভস ১১*, ডা সিলভা ১৪*; হাসান ১৮-৩-৫৪-০, শরিফুল ১৩-৪-২৭-০, তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১)।