লঙ্কান টি-টেনে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকের দল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

ছবি : সংগৃহীত
লঙ্কা টি-টেনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সাব্বির হোসেন এবং মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দল হাম্বানটোটা বাংলা টাইগার্স। ফাইনালে তারা ২৬ রানে হারিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল জাফনা টাইটান্সকে।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রান সংগ্রহ করে বাংলা টাইগার্স। জবাবে, নির্ধারিত ১০ ওভার শেষে ৬ উইকেটে ১০৭ রানে থামে জাফনা টাইটান্স।
এই ম্যাচে বাংলাদেশের মোসাদ্দেক হোসেন দলের বাইরে থাকলেও সাব্বির রহমান ফাইনালে খেলেন। তিনি ওয়ান ডাউনে নেমে মালশা থারুপাথির এক ওভারে দুইটি ছক্কা মেরে ৮ বলে ১৬ রান করেন। কিন্তু তৃতীয় ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। সাব্বিরের বিদায়ের পর দাসুন শানাকা, শেভন ড্যানিয়েল, সাহান আর্চিগে এবং ধনঞ্জয়া লাকশান কিছু গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলে বাংলা টাইগার্সের সংগ্রহ দাঁড় করান ১৩৩ রান।
দাসুন শানাকা ১০ বলে ২১ রান, শেভন ড্যানিয়েল ১৫ বলে ২৬ রান এবং শেষের দিকে কেনার লুইস ৪ বলে ১০ রান এবং শাহান আর্চিগে ২ বলে ১০ রান করে দলের রান বাড়ান।
এদিকে, জাফনা টাইটান্সের ইনিংসে বড় রান করার মতো কোনো পারফর্ম্যান্স ছিল না। তাদের শেষ উইকেটটি হারানোর আগে ১০৭ রানে থামে টিম।
এই জয়ের মাধ্যমে হাম্বানটোটা বাংলা টাইগার্স শিরোপা লাভ করে লঙ্কা টি-টেনের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।