চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক কে হবেন, জানালেন বিসিবি প্রধান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিতে ইচ্ছুক নন শান্ত। ছবি : সংগৃহীত
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে শান্তর ওপরই আস্থা রাখছে বিসিবি। শুক্রবার (৩ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে গিয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।
তিনি বলেন, আমি এখনো মনে করি, সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে, তখন সে অধিনায়ক হিসেবেই থাকবে। আপনারা বলেছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করছি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তই অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না নেয়ার কোনো কারণ দেখছি না।
তিনি আরো বলেন, সে আগেই বলেছিল টি-টোয়েন্টির জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথম বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেনের কথা চিন্তা করছি। যদিও (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি এখনও বেশ দূরে। আরো প্রায় ছয় মাস পরে মনে হয়। তাই টি-টোয়েন্টি এই মুহূর্তে ইস্যু না।
আরো পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে ফেরাতে চায় বিসিবি
টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিতে ইচ্ছুক নন বলে শান্ত জানিয়েছেন বিসিবি সভাপতিকে, তবে বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটে শান্ত নেতৃত্ব তো বটেই, দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠেছে নিয়মিত। ৪৯ টি-টোয়েন্টি খেলে ৪ ফিফটিত ৯৬০ রান করতে পেরেছেন তিনি ২২.৮৫ গড়ে। স্ট্রাইক রেট মাত্র ১০৮.৩৫। সবশেষ ১৮ ইনিংসে ফিফটি নেই তার। নেতৃত্বে ২৪ ম্যাচে তার ব্যাটিং গড় ১৮.৭৬, স্ট্রাইক রেট ১০৪.২৩।
বাংলাদেশের পরের টি-টোয়েন্টি সিরিজ মার্চ-এপ্রিলে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর মে মাসে আছে পাকিস্তান সফর।