রাজধানীতে এ্যাম্বুলেন্স থেকে ৩২কেজি গাঁজা উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ০২:৪৩ পিএম

গ্রেপ্তারকৃত আসামিরা
রাজধানীর রমনা এলাকায় এ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না।
বৃহস্পতিবার রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা এ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবস্থানরত একটি এ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা বহন কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।