প্রেমিকা নিয়ে হেরোইন সেবন, প্রেমিকের দণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০১:৫৭ পিএম

ছবি: ভোরের কাগজ
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে প্রেমিকাকে সঙ্গে বসিয়ে হেরোইন সেবনের সময় বাকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাতিজা মো. রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর ১টার দিকে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তারকৃত রনি উপজেলার বাকশিমইল এলাকার আব্দুল হান্নানের ছেলে ও বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রেমিকার সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন রনি। এ সময় হেরোইন সেবন করতে শুরু করেন তিনি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেরোইন সেবনের সরঞ্জামসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রনির প্রেমিকা দৌঁড়ে পালিয়ে যায়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা ভোরের কাগজকে রনির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মোহনপুরে মাদকের কোনো আখড়া বসতে দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে সর্বদা তৎপর থাকবে পুলিশ।