থানচিতে বাড়ছে নিষিদ্ধ পপি চাষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৮ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
‘বান্দরবানে থানচি উপজেলার গহীন অরণ্যে নিষিদ্ধ মাদক দ্রব্য বানিজ্যিকভাবে পপি চাষের ঝুঁকি নিয়েছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি’ এমন সংবাদ পেয়ে উপজেলার তিন্দু ইউনিয়নের গভীর অরণ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমান পপি খেত ধ্বংস করে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা সংস্থার কাছ থেকে পপি চাষের সন্ধান পেয়ে ৩৮ বিজিবি সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়ার্টার মাষ্টার মুন্সী ইমদাদুর রহমানের নেতৃত্বে তিন্দু ইউনিয়নের পাইরিং ম্রোপাড়া এলাকায় অনুমানিক ৭ একর জুড়ে পাহাড়ি জমিতে অভিযান চালায় বিজিবি। তবে অভিযানের খবর পেয়ে পপি চাষীরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে দিনব্যাপী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিপুল পরিমান পপি খেত ধ্বংস করতে সক্ষম হয় বিজিবি।
[caption id="attachment_403754" align="alignnone" width="1216"]
বিজিবি সূত্রে জানা যায়, তিন্দু বিজিবি ক্যাম্প থেকে সাড়ে ৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাইরিং ম্রোপাড়া। সেখানে আজ ধ্বংসকৃত পপি প্রক্রিয়াজাত করণের পর আনুমানিক ৩৫০ কেজি আফিম উৎপাদিত হতে পারতো। যার আনুমানিক মূল্য দুই কোটি বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা।