×

অপরাধ

সাবেক মন্ত্রী পাপনসহ আরো ১১৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

সাবেক মন্ত্রী পাপনসহ আরো ১১৭ জনের বিরুদ্ধে মামলা

সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন

   

সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক এমপি এবং সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ১০-১৫ জনকে অভিযুক্ত করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের জাহের মিয়ার ছেলে ট্রাক্টরচালক মামুন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে মামলাটি করেন।

পাপন ছাড়াও মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন- ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, পাপনের পিএস আলমগীর হোসেন প্রমুখ।

মামলার বাদী মামুন মিয়া জানান, গত ১৯ জুলাই দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের লক্ষ্মীপুর এলাকার শহীদুল্লাহ্ কায়সার পাদুকা মার্কেটের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি পেট্রোল পাম্প থেকে বাড়ি যাওয়ার পথে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে প্রধান আসামির হুকুমে তার ওপর হামলা চালান। এ সময় অভিযুক্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখমের মাধ্যমে একটি হাত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে ফেলে যায়।

আরো পড়ুন: কোন হত্যা মামলায় অভিযুক্ত হলেন তৌহিদ আফ্রিদি!

মামুন মিয়া আরো জানান, এরপর তার স্বজনরা খবর পেয়ে প্রথমে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে তার ডান হাতটি কেটে বিছিন্ন করে ফেলেন। বাম হাতের ভাঙা হাড় জোড়া লাগাতে সেটিতে রড ঢুকিয়ে দেন। বর্তমানে তিনি এক হাতবিহীন ও অপর হাতটিও হারিয়ে ফেলার শঙ্কায় আছেন। তাই তিনি অভিযুক্তদের যথাযথ বিচার দাবি করে আদালতে মামলাটি করেছেন।

বাদীর আইনজীবী স্বপন কুমার সরকার মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভৈরব পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App