এজাহার থেকে বাদ পড়া সেই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আবার মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ পিএম

ঘটনার পর থানায় মামলা করতে গেলে আসামিদের প্রভাব বিস্তারে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। ছবি : সংগৃহীত
ট্রাক শ্রমিক হত্যার অভিযোগে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে প্রধান আসামি করে ৫৩ জনের নামে সুধারাম থানায় মামলা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সুধারাম মডেল থানায় ২০১৩ সালে পশ্চিম সাহাপুর গ্রামে নিহত ট্রাক শ্রমিক মো. খোকনের (১৭) বাবা মজিবুল হক (৫৫) বাদী হয়ে মামলাটি করেন।
এতে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহানসহ সোনাইমুড়ীর হত্যা মামলা থেকে বাদ পড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন শাহীনকেও আসামি করা হয়েছে।
আরো পড়ুন : ইন্টারনেট বন্ধ: শেখ হাসিনা, হাছান, পলকসহ ১৫ জনের নামে মামলা
ট্রাক শ্রমিক হত্যা মামলায় বাদী তার অভিযোগে উল্লেখ করেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত-বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সদর উপজেলার দত্তেরহাটের দত্ত বাড়ির মোড়ে গণজমায়েতে অস্ত্র হাতে হামলা চালায় আসামিরা। এ সময় খোকন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে যাওয়ার সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বাদী মজিবুল হক জানান, ঘটনার পরপর থানায় মামলা করতে গেলে আসামিদের প্রভাব বিস্তারে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। পরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করলেও আসামিদের চাপে সঠিক তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বাদীর অভিযোগটি থানায় হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।