আকিজের এমডির একের পর এক বিয়ে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাবেক স্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাফিজ উদ্দিন ফাহিম বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের করেছেন তার স্ত্রী নাজিয়া আহম্মেদ। বিষয়টি এতদিন লুকিয়ে রাখলেও দেশের বর্তমান অবস্থায় নাজিয়া মুখ খুলেন। জানান- এতদিন বলতে পারিনি কারণ ক্ষমতাসীনদের ভয়ে।
নাজিয়া আহম্মেদ অভিযোগ করে বলেন, শাশুড়ি গৃহসহকর্মীদের সহায়তায় তাকে নির্যাতন করেন ও তার নামে টাকা চুরির মিথ্যা মামলা দিয়েছেন। এই মামলায় আড়াই বছরের সন্তানসহ কারাবাসও করতে হয় তাকে।
স্বামী বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নাজিয়া বলেন, এমন নির্যাতন সহ্য করতে না পেরে একবার আত্মহত্যা করতে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খায়েছিলাম।
নাজিয়া আরও বলেন, শাশুড়ির করা মামলা তদন্তেরও দায়িত্ব পেয়েছেন ধানমন্ডি থানার এসআই তৌকির। অথচ তিনি নাজিয়ার করা সাধারণ ডায়েরির বিষয়ে কোনো তদন্তই করেননি।
এ সব অভিযোগের বিষয়ে আকিজ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শেখ নাফিজ উদ্দিন ফাহিম বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এছাড়া এ বিষয়ে আপনা ফোন দিবে একজন।
এরপর ফোন দিয়ে বিষয়টা সম্পর্কে জানতে চান শেখ নাফিজের ব্যক্তিগত সহকারী সায়েম আহম্মেদ। ভোরের কাগজ তার জানাতে চায় নাজিয়া ও ফাহিমের দাম্পত্য কলহ বিষয়ে তিনি কিভাবে বলবেন?
সায়েম আহম্মেদ বলেন- কেন এসব অভিযোগ করলেন ভাবী সেটা তিনি মোটেও বুঝতে পারছেন না। সমস্যা কোথায় সেই বুঝার চেষ্টা করছি।
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের মালিক শিল্পপতি শেখ আকিজউদ্দিনের তিন স্ত্রীর মধ্যে শেখ মমিন উদ্দিন প্রথম ঘরের মেজ সন্তান। শেখ মমিন উদ্দিনের দুই স্ত্রীর মধ্যে প্রথম ঘরের ছেলে শেখ নাফিজ উদ্দিন ফাহিমের সাবেক স্ত্রী নাজিয়া।