×

অপরাধ

মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪২ এএম

মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। ছবি : সংগৃহীত

   

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৯০ জন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও ছাত্রলীগের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

মামলার অন্যতম অন্যান্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা, সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, এমপি মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, যুবলীগের সভাপতি গাউসূল আজম মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, ছাত্রলীগের সভাপতি মো. নাইম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল,  উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমুখ। 

আরো পড়ুন : রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে

মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র-জনতাকে রুখতে এমপি মাশরাফীর নেতৃত্বে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক-পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও নিরীহ শান্তিকামী জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখে আসছিল। রাসেল সেতুর কাছাকাছি পৌঁছাতেই আসামিরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং শটগান ও পিস্তল থেকে গুলিবর্ষণ করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় বোমার। বৃষ্টির মতো নিক্ষেপ করা হয় ইট-পাটকেল। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনো চিকিৎসাধীন।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App