নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

কলেজ শিক্ষার্থী কদরুল হাসান। ছবি: সংগৃহীত
নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থার' (বাসস) এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, পরে কদরুল হাসানকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
লবণচরা থানার এসআই অনুপ কুমার জানিয়েছেন, কদরুল হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা জানান, গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কদরুল হাসানের। পরে তার সন্ধান চেয়ে গত সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।