সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জন আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

ছবি: ভোরের কাগজ
আখাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালায়। তখন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম জেলার রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করে।
আটক হওয়া অপর ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী। তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হবে।