যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাড়িতে হামলা, আসামি হলেন যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটের আব্দুল মালেক। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেটের আব্দুল মালেকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন আব্দুল মালেকের বাড়ির কেয়ারটেকার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মো. আল আমিন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন।
আরো পড়ুন : নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলায় মামলা, আসামি হলেন যারা
মামলা সূত্রে জানা যায়, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম নাদেল, সাবেক সংসদ সদস্য রনজিৎ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল ইসলাম, সিসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর আওয়ামী লীগ নেত্রী হেলেনা আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ. স. ম মিসবাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৪৮ জনের নাম উল্লেখসহ ১৭৮ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে কটূক্তির অভিযোগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী টিলাবাড়িস্থ বাড়িতে ২০২১ সালের ২৭ এপ্রিল হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে বলে সে সময় অভিযোগ উঠে।