সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী থানায় শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে শিক্ষার্থী ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো এমপি হন তিনি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। সেবার তাকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
আরো পড়ুন : আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি