×

অপরাধ

মুকুট চুরির ঘটনায় প্রধান পুরোহিতসহ আটক ৫, রহস্য বাড়ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পিএম

মুকুট চুরির ঘটনায় প্রধান পুরোহিতসহ আটক ৫, রহস্য বাড়ছে

ছবি: সংগৃহীত

   

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালীমন্দির থেকে দেবী কালীর মাথার সোনার মুকুট চুরির ঘটনায় প্রায় ৩৫ ঘণ্টা পর থানায় মামলা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত দুইটায় মন্দির পরিচালনা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।

পুলিশ জানায়, মামলার পর তদন্তের স্বার্থে ডিবি ইতোমধ্যে ৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ব্যানার্জী (৪৭), পুরোহিতের সহকারী অপূর্ব সাহা (৩৭), মন্দিরের পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী (৪২), পারুল বিশ্বাস (৪১) ও স্থানীয় সঞ্জয় বিশ্বাস সাজু (৪০) রয়েছেন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, যশোরেশ্বরী মন্দির একটি বিখ্যাত তীর্থস্থান। মন্দিরটি ১৮০৯ সাল থেকে চট্টোপাধ্যায় পরিবার পরিচালনা করে আসছে। ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দির পরিদর্শন করেন এবং দেবী কালীর মাথায় প্রায় ৩০ ভরি ওজনের রুপার ওপর সোনার প্রলেপযুক্ত একটি মুকুট পরিয়ে দেন, যার বর্তমান মূল্য প্রায় লাখ টাকা।

মন্দিরের পুরোহিত দিলীপ ব্যানার্জীর কাছে সবসময় মন্দিরের চাবি থাকলেও পরিচ্ছন্নতার কাজে মাঝেমধ্যে পরিচ্ছন্নতাকর্মী রেখা রানীকে চাবি দেয়া হয়। এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ অক্টোবর মন্দিরে ভক্তদের সেবা দেয়ার সময় চাবি ব্যবহার করে মন্দির পরিষ্কার করছিলেন রেখা রানী। তবে অসাবধানতাবশত তিনি চাবি রেখে বাইরে চলে গেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই সুযোগে দেবীর মাথা থেকে মুকুটটি খুলে নিয়ে যায়।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান গণমাধ্যমকে জানান, মামলার পর ডিবি ঘটনাটি তদন্ত করছে। চুরির ঘটনার রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, সিসিটিভি ফুটেজে ধারণকরা সন্দেহভাজন যুবককে শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে।

আরো পড়ুন: সাতক্ষীরার মন্দির থেকে মোদির দেয়া মুকুট চুরি

এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। মন্দিরের দায়িত্বশীলদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং প্রশাসনকে দ্রুত তদন্তের মাধ্যমে মুকুট উদ্ধার করার আহ্বান জানানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App