×

অপরাধ

আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ পিএম

আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

ছবি : সংগৃহীত

   

হত্যা মামলায় আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে কারাগারে নেয়ার পথে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন। 

শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

এর আগে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। 

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান ও ফজলে আলম বকুল শুনানিতে অংশ নেন।

শুনানি শেষে সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তা নামঞ্জুর করেছেন। আমরা তার জামিন চেয়ে আবেদন করেছিলাম, সেটিও নামঞ্জুর করা হয়।

আরো পড়ুন : সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App