জন্ডিসের কথা বলে ২৮ ভরি স্বর্ণ চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

চুরির ঘটনায় আটক গৃহকর্মী মুনা। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গৃহকর্মী মুনাকে গ্রেপ্তার করেছে, যিনি জন্ডিসের চিকিৎসার কথা বলে ২৮ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গিয়েছিলেন। গত বুধবার (১৬ অক্টোবর) রাতে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে অভিযান চালিয়ে আইরিন আক্তার মুনা (২৮) নামে ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ৩ অক্টোবর নূসরাত জাহান নামে এক নারী গৃহকর্মী হিসেবে আইরিন আক্তার মুনাকে নিয়োগ করেছিলেন। চুক্তি ছিল মাসিক ১০ হাজার টাকায়। কিন্তু ১৩ অক্টোবর গৃহকর্মী জন্ডিসের চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ অপেক্ষা করেও ফেরেননি।
পরে নূসরাত জাহান দেখতে পান, তার আলমারিতে রাখা ২৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার, ১টি হাত ঘড়ি, ১টি ডায়মন্ডের নাক ফুল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা গায়েব। এরপর তিনি বুঝতে পারেন, গৃহকর্মী মুনা তার ভ্যানিটি ব্যাগ থেকে আলমারির চাবি নিয়ে কৌশলে এসব মালামাল চুরি করে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। এরপর ডিএমপি’র একটি গোয়েন্দা দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৬ অক্টোবর রাতে বরিশালের গৌরনদী থেকে আইরিন আক্তার মুনাকে আটক করেন। তার কাছ থেকে চুরি হওয়া ১৫ ভরি ৯ আনা স্বর্ণালংকারসহ ৫ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মূল্য প্রায় ২২ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: ৩০ লাখ টাকা করে পাবে ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার
গ্রেপ্তারকৃত গৃহকর্মী আইরিন আক্তার মুনাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।