×

অপরাধ

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:১৩ এএম

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকা থেকে মো. সাজেদুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার (এসপি) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল শুক্রবার (১৮ অক্টোবর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এটিইউ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঞ্চল্যকর লুৎফর মোল্লা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলার সুযোগে জেল থেকে পালিয়ে আত্মগোপনে যায় সে।

এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করে। মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছরের বছরের ১০ জুলাই, গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মো. সাজেদুল ইসলামসহ ৩ জনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় দেন। এরপর থেকে সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।

তিনি বলেন, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাংচুর ও বিশৃঙ্খলা হলে সেই সুযোগে কৌশলে জেল থেকে পালিয়ে আত্মগোপনে যায় সে। এ ঘটনায়ও কারা কর্তৃপক্ষ সাজেদুল ইসলামসহ আপরাপর পলাতক আসামিদের বিরুদ্ধে গাজিপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানায় মামলা করে। সম্প্রতি দেশের বিভিন্ন কারাগার থেকে পলায়নকারী আসামিদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে এটিইউ। এর ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে পলাতক সাজেদুল ইসলামের অবস্থান শনাক্ত করা সম্ভব হলে তাকে গ্রেপ্তার করা হয়।

জেল পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা এটিইউ অব্যাহত থাকবে বলেও জানান এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল। গ্রেপ্তারকৃতকে জিএমপির কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App