সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম

ছবি : সংগৃহীত
‘কালীগঞ্জ-আদিতমারী’ আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভূট্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভূট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।
জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ওই মামলা সাইফুজ্জামান ভূট্টু এজহার নামীয় আসামি।
লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামি ভূট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।