×

অপরাধ

শমী কায়সারের যত দিনের রিমান্ড চাইবে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

শমী কায়সারের যত দিনের রিমান্ড চাইবে পুলিশ

ছবি : ভোরের কাগজ

   

ছাত্র-জনতার আন্দোলনের সময় এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। 

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, ছাত্র আন্দোলনের সময় এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছিল। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের জন্য শমী কায়সারকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, ভুক্তভোগী ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যক্তি শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। ২৯ অক্টোবর এই মামলা রুজু হয়, যার নম্বর ৯। তিনি আরো জানান, মামলাটি তদন্তাধীন এবং শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গ্রেপ্তার হন শমী কায়সার। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। পাশাপাশি দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। গত ১৪ আগস্ট ই-ক্যাব থেকে পদত্যাগ করেন শমী কায়সার।

আরো পড়ুন : শমী কায়সার-তাপস রিমান্ডে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App