×

অপরাধ

বিয়ের আসর থেকে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার তিন নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

বিয়ের আসর থেকে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার তিন নারী

বিয়ের আসর থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারী গ্রেপ্তার

   

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের আসর থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৈশামুড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারীরা হলেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার ছেনোয়ারা বেগম (৩৫), রামুর খুনিয়াপালং এলাকার জাহানু বেগম (৩৫) ও কালা বানু (২৬)।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মৌলভির দোকান এলাকায় ইকবাল কনভেনশন হলে এক তরুণীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই দিন বিকেল চারটার দিকে কনভেনশন হলের গেটের সামনে কনের এক স্বজনের ব্যাগ থেকে এক ভরির বেশির ওজনের একটি নেকলেস খোয়া যায়। তবে অনেক খোঁজাখুঁজির পরও সেটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাগরিয়ার মৈশামুড়া এলাকায় তিন নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে তাঁরা ওই নারীদের আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা ওই হারিয়ে যাওয়া নেকলেসসহ বিভিন্ন সময়ে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল হাসান জানান, সেখান থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় শুক্রবার রাতে ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। নেকলেসটি তাঁদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App