×

অপরাধ

১৭১৭ পুলিশ চিহ্নিত, মানেননি কোনো নিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫২ পিএম

১৭১৭ পুলিশ চিহ্নিত, মানেননি কোনো নিয়ম

ছবি: সংগৃহীত

   

জুলাই-আগস্টের আন্দোলন দমনে যেসব পুলিশ নজিরবিহীন তান্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এ সংখ্যা এখন পর্যন্ত ১৭১৭। পাশাপাশি নির্দেশদাতা হিসেবে ১১০ জন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে। আন্দোলনে বেশি সহিংসতা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশি বেপরোয়া ছিল ঢাকা মহানগর ও আশপাশের এলাকায়। এসব এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম জানান, জড়িত সেসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পলাতক আছেন তাদের আইনের আওতায় আনা হবেই।

আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে ৫৭ হাজার ৬১৩ রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি ব্যবহার করা হয়েছে। আন্দোলনকারীদের রুখতে মাঠে ১ হাজার ৪৭৯টি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে ১৪ হাজার ২২৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।

এই আন্দোলনেই পুলিশ প্রথমবারের মতো ক্ল্যাশ গ্রেনেড (ভিড় ও দাঙ্গা নিয়ন্ত্রণের অস্ত্র) ব্যবহার করেছে। ঢাকার বিভিন্ন স্থানে এই গ্রেনেডটি ব্যবহার করা হয়েছে ২৭৪টি। আইজিপি মনে করেন, এখন সময় এসেছে পুলিশকে ঢেলে সাজানোর। তিনি বলেন, এমন পুলিশ আমরা চাই, যারা হবে জনগণের বন্ধু। আশা করি, বর্তমান সরকার তা করতে পারবে।

পুলিশের হিসাবে ১৮৭ পুলিশ সদস্য এখনো কর্মস্থলে অনুপস্থিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ছাড়া প্রায় ২০ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পুলিশ প্রবিধানের ১৫৩ ধারায় বলা আছে, তিন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে ব্যক্তির আত্মরক্ষা ও সম্পদ রক্ষার অধিকার প্রয়োগ, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা ও গ্রেপ্তার কার্যকর করার জন্য। তাছাড়া দণ্ডবিধির ১০২ ধারায়  বলা হয়েছে যখনই ক্ষতির আশঙ্কা শেষ হবে, তখন আত্মরক্ষার জন্য শক্তিপ্রয়োগের অধিকারও শেষ হবে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থী ও নিরীহ লোকজনের ওপর গুলিবর্ষণের ক্ষেত্রে এসব ধারা মানেননি পুলিশ সদস্যরা। আর এ কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে বেশি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সব ইউনিট আলাদাভাবে পুলিশের কর্মকান্ড নিয়ে তদন্ত করেছে। আন্দোলনের সময় পুলিশ কী ধরনের আগ্নেয়াস্ত্র, কত সংখ্যক গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে সেসব তথ্য বের করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে পুলিশের কোনো কোনো সদস্য অ্যাকশনে ছিল তাদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App