×

অপরাধ

সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ পিএম

সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

   

বরিশালের বাবুগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি, বোমা বিস্ফোরণ, কেন্দ্র দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে আওয়ামী লীগ এবং শরিক দলের ১১ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। তিনি অভিযোগ করেন, নির্বাচনী কেন্দ্রের ভোট চলাকালীন সময় সশস্ত্র হামলা চালিয়ে ভোটারদের তাড়িয়ে দেওয়া হয় এবং বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।

মামলার আসামি হিসেবে বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ফারজানা বিনতে ওহাব, রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা আক্তারুজ্জামান মিলন, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক প্রাথমিক বিদ্যালয়ে আসামিরা সশস্ত্র হামলা চালায়। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের তাড়িয়ে দেয় এবং কেন্দ্রে প্রবেশ করে। বাধা দেওয়ার সময় গোলাম কিবরিয়া টিপু আনোয়ার হোসেন হেমায়েতকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখান, পরে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা ধানের শীষের এজেন্ট ও কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেয় এবং হেমায়েতের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আসামিরা কেন্দ্র দখল করে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর ব্যালট পেপারে সিল মেরে তাকে অবৈধভাবে সংসদ সদস্য নির্বাচিত করেন।

এ বিষয়ে কথা বলেন মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, যিনি বর্তমানে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন। তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে জেলে আছেন। অপর আসামি শেখ মো. টিপু সুলতান দাবি করেছেন, নির্বাচনী কেন্দ্রে সিল মেরে এমপি বানানোর অভিযোগ হাস্যকর এবং তারা এই মামলা নিয়ে অবাক হয়েছেন।

এছাড়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব বলেন, "আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছি, এখন বিএনপি নির্যাতন করছে।" সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল অভিযোগ করেছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যাতে বিএনপি আগামী নির্বাচনে নিজেদের সুবিধা নিতে পারে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মামলার ১ ও ৯ নম্বর আসামি বিভিন্ন মামলায় জেলহাজতে রয়েছেন। বাকিদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App