নতুন মামলায় গ্রেপ্তার শাহজাহান ওমরসহ আরো যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ এএম

ব্যারিস্টার শাহজাহান ওমর। ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার ও ব্যারিস্টার শাহজাহান ওমরকে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়াও যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় শমসের মবিন চৌধুরী ও আনিসুল হক ও মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এদিকে, ঢালাওভাবে মামলা ও আসামি করার বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী।
আরো পড়ুন : ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান