ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, পর্নোগ্রাফির অভিযোগে তরুণ গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
-675b15e5d41cb.jpg)
পর্নোগ্রাফির অভিযোগে ফিরোজ রানা জয় নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: ভোরের কাগজ
পর্নোগ্রাফির অভিযোগে ফিরোজ রানা জয় নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানায় করা এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযোগের বিবরণীতে জানা যায়, তেজগাঁও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে পড়াশুনা করেন ওই তরুণী। ২০২১ সালে জয়ের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরে ম্যাসেঞ্জারে তাকে প্রেমের প্রস্তাব দেন জয়। দীর্ঘদিন দুজনের কথাবর্তা হয় এবং ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রায়ই অডিও ও ভিডিও কলে তাদের কথা হতো।
ওই তরুণীর শরীরের গোপনাঙ্গের ছবি ও ভিডিও ফোনে ধারণ করতেন জয়। একপর্যায়ে জয়ের নেতিবাচক চরিত্র সম্পর্কে জানতে পারেন তিনি। ফলে ২০২২ সালে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
গত ৫ ডিসেম্বর রাজধানীর ভাড়া বাসায় ছিলেন ওই তরুণী। এদিন ম্যাসেঞ্জারে তার শরীরের গোপনাঙ্গের ছবি ও ভিডিও পাঠান জয়। সেই সঙ্গে তাকে শারীরিক সম্পর্কের জন্য কু-প্রস্তাব দেন। নাহলে ওই তরুণীর শরীরের গোপনাঙ্গের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেবে বলে হুমকি দেন জয়। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করেন ওই তরুণী। পরে থানায় অভিযোগ করেন।
ভুক্তভোগী বাদী পর্নোগ্রাফির শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম ফাইন্ড মাই এডভোকেটে যোগাযোগ করে প্রাথমিক পরামর্শ নেন। পরবর্তীতে ফাইন্ড মাই এডভোকেটের সাইফুর রহমান মাহিন ভুক্তভোগীকে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে দ্রুত লোকাল থানায় যোগাযোগ করে এবং ভুক্তভোগী নারীকে আইনি সহযোগিতা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এই মামলাটির তদারকি করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন সেক্রেটার তৌহিদা নূপুর।