টঙ্গীতে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪, আহত শতাধিক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পিএম

ছবি: সংগৃহীত
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা ‘জুবায়েরপন্থী’ ও ‘সাদপন্থী’দের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পাশাপাশি ৫০ জনের বেশি আহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিবাগত রাত চারটার দিকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। তবে এখন সেখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। সাদপন্থীরা ঢুকতে চাইলে জুবায়েরপন্থীরা বাধা দিছে। এই নিয়ে ঝামেলা লাগছে।
ওসি আরো জানান, আহতরা এখন বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর তাবলীগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হন।