কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে শেয়ারট্রিপের বিরুদ্ধে আইনি নোটিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত
ক্ষতিপূরণ চেয়ে অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপকে আইনি নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটসের স্বত্বাধিকারী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শেয়ারট্রিপ প্রতিষ্ঠাতা সাদিয়া হক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রশাসক বরাবর ডাকযোগে ও ই-মেইলে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।
এতে আগামী তিন দিনের মধ্যে টিকিট বাবদ প্রদান করা ১,৭৫,৬৩৬ টাকা ফেরত দেয়ার ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা দাবি করা হয়েছে।
নোটিশে বলা হয়, বাংলাদেশ লইয়ার্স ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার ও তার মেয়ে বাংলাদেশ কিডস ইন্টারনেট গভর্নেন্স ফোরামের কনভেইনার খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকাসহ সৌদি আরবের রাজধানী রিয়াদে জাতিসংঘ আয়োজিত ইন্টারনেট গর্ভনেন্স ফোরামের সম্মেলনে যোগ দিতে গত ১২ ডিসেম্বর প্রথম প্রহরের দিকে কার্ড পেমেন্টের মাধ্যমে শেয়ারট্রিপ অ্যাপ থেকে দুইটি এয়ার টিকিট বুক ও পেমেন্ট করেন।
কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে ফোন করে দুইটি টিকিট আলাদা এয়ারলাইন্সে হবে জানানো হয়। ফলে টিকিট দুটি বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাংকে টাকা ফিরিয়ে দেয়ার অনুরোধ করেন নোটিশ দাতা। কিন্তু সেই টাকা ১৬ ডিসেম্বর পর্যন্ত ফেরত না পেয়ে এই নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশটি আমলে না নেয়া হলে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দিয়েছেন আইনজীবি খন্দকার হাসান শাহরিয়ার।