×

অপরাধ

রূপালী ব্যাংকে ঢুকে আটকে পড়ে টাকা ও সেফ এক্সিট দাবি করে ডাকাতরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

রূপালী ব্যাংকে ঢুকে আটকে পড়ে টাকা ও সেফ এক্সিট দাবি করে ডাকাতরা

ছবি: সংগৃহীত

   

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

ডাকাত আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ। তিনি বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

এর আগে ব্যাংকের ম্যানেজার শেখর মন্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। ডাকাতদের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টার কথা জানান তিনি।

আরো পড়ুন: ডাকাত দলের হাতে রূপালী ব্যাংক, গ্রাহকদের জিম্মি করে টাকা দাবি

ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ‘ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকে পড়ার পর সেফ এক্সিট ও ১৫ লাখ টাকা দাবি করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App