এবি ব্যাংক গ্রাহকের ৩ লাখ টাকা ছিনতাই, আটক ১

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

ছবি : সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় ব্যাংক থেকে উঠানো এক গ্রাহকের ৩ লাখ টাকা প্রতারণার মাধ্যমে ছিনিয়ে নিয়েছে ৩ প্রতারক। তাদেরমধ্যে সালাম শেখ নামের এক প্রতারককে স্থানীয় জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। অন্য ২ প্রতারক পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত সালাম শেখ পিরোজপুর জেলার রায়েরকাটি গ্রামের আলী শেখের পুত্র। তিনি বর্তমানে ঝিকরগাছা পৌরসদরের রেলষ্টেশন এলাকার আবুল কাশেমের বাড়ির ভাড়াটিয়া।
জানাগেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝিকরগাছাউপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের সাহাজউদ্দিনের ছেলে আল আমিন (৩০) ঝিকরগাছা এবি ব্যাংককেরশাখা থেকে ৩লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে মোটরসাইকেলে উঠার সময় অজ্ঞাতনামা ৩ ব্যক্তি তাকে টাকা পড়ে গেছে বলে জানাই, কথা বলার এক পর্যায়ে প্রতারণাকারীদের মধ্যে ২ জন তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ সময়, স্থানীয় জনতা সালাম শেখ নামের এক প্রতারককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এবং তার সঙ্গে থাকা রফিকুল ও মিন্টু নামের ২ প্রতারক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, প্রতারণা করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া পালাতক ২ আসামিসহ টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।