×

অপরাধ

চিন্ময় দাসের আরেক অনুসারী রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

চিন্ময় দাসের আরেক অনুসারী রিমান্ডে

ছবি : সংগৃহীত

   

ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জিনিয়া চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সাজু বৈদ্যকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাজু বৈদ্যকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২৫ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন, ২৬ নভেম্বর সকালে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এরপর, সাজু বৈদ্যসহ চিন্ময়ের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই পরিস্থিতি চলাকালীন সংঘর্ষের ফলে চট্টগ্রাম নগরীর লালদিঘী পাড় থেকে কোতোয়ালি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সংঘর্ষের সময়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেয়।

আদালতের নির্দেশে সাজু বৈদ্যকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে, যেখানে তার কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করার চেষ্টা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App