জাহাজে ৭ খুন: মরদেহ হস্তান্তর সম্পন্ন, তদন্ত শুরু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহতরা হলেন:
- ফরিদপুর জেলার মো. কিবরিয়া (মাস্টার)
- শেখ সবুজ (৩৫), লস্কর, ফরিদপুর
- মো. সালাউদ্দিন (৪০), ইঞ্জিন চালক, নড়াইল
- আমিনুল মুন্সী (৪০), সুকানি
- মো. মাজেদুল (১৬), লস্কর, মাগুরা
- সজিবুল ইসলাম (২৬), লস্কর
- রানা (২০), বাবুর্চি, মুন্সীগঞ্জ
ঠিক কী কারণে ওই সাত শ্রমিককে হত্যা করা হয়েছে, তা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা প্রক্রিয়াধীন।
নিহতদের স্বজনদের দাবি, এটি শুধু ডাকাতির ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা জাহাজ "এমভি আল-বাখেরা" থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়ে থাকতে পারে।