×

অপরাধ

জাহাজে হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

জাহাজে হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

ছবি : সংগৃহীত

   

চাঁদপুরের মেঘনা নদী থেকে জাহাজের সনাক্ত ৭ শ্রমিকের মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে লঞ্চ মালিকদের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে হাইমচর থানায় এই মামলা দায়ের করেন। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। মামলায় খুন ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, নিহতদের মরদেহ মঙ্গলবার তাদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুরে মরদেহগুলো পরিবারের কাছে তুলে দেয়া হয়। এর আগে, সকাল থেকেই নিহতদের স্বজনরা চাঁদপুর সদর হাসপাতালে ভিড় জমিয়ে লাশ সনাক্ত করেন।

নিহত ৭ জনের মধ্যে রয়েছেন- ফরিদপুরের জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগিনা জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), নড়াইলের লোহাগড়ের আমিনুল মুন্সী (৪০), মাগুরার মোহাম্মদপুর এলাকার মো. মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার সজিবুল ইসলাম (২৬), নড়াইলের লোহাগড়ের মো. সালাউদ্দিন মোল্লা (৪০) এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রানার (২০)।

চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, নিহত ৭ জনের মধ্যে ৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা এবং নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এটি একটি গভীর উদ্বেগজনক ঘটনা, যা গত সোমবার চাঁদপুরের মাঝেরচর এলাকায় ঘটেছিল। সেখানে একটি সারবাহী জাহাজ থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত দুইজন হাসপাতালে মারা যান এবং একজনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App