×

অপরাধ

শিক্ষার্থী পিটিয়ে তোপের মুখে ‘সমন্বয়ক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম

শিক্ষার্থী পিটিয়ে তোপের মুখে ‘সমন্বয়ক’

ছবি : সংগৃহীত

   

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তোপের মুখে পড়েছেন প্রান্ত বড়ুয়া নামে এক সমন্বয়ক। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। 

ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজারী গলিতে। একাধিক শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া, যিনি আইন বিভাগের শিক্ষার্থী, ফেসবুক পোস্টে একটি কমেন্ট নিয়ে সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তানভীরকে মারধর করেন। এ ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সমন্বয়ক প্রান্ত বড়ুয়াকে আটক করে রাখেন। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ৫ আগস্ট ‘পিইউসি অল ডিপার্টমেন্ট’ নামে একটি গ্রুপ খোলার পর সেখানে কমেন্ট করার বিষয়ে তানভীরের সঙ্গে সমন্বয়ক প্রান্ত বড়ুয়ার বাকবিতণ্ডা হয়। এর জেরে প্রান্ত বড়ুয়া তানভীরকে মারধর করেন। 

এই ঘটনার পরপরই শিক্ষার্থীরা সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, "শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শিক্ষকেরা বসে সমাধান করছেন।"

এ ঘটনায় প্রান্ত বড়ুয়া মোবাইল ফোনে কোনো প্রতিক্রিয়া জানাননি। তার মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App