পলককে আদালতের প্রশ্ন, বিচার ব্যবস্থা এনালগ রেখেছেন কেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি : সংগৃহীত
আদালতে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্যে উঠে আসে, বিচার ব্যবস্থা ডিজিটাল করার প্রসঙ্গে বিচারকের একটি প্রশ্ন। বিচারক জানতে চান, বিচার ব্যবস্থা এনালগ করে রেখেছেন কেন? না হলে আদালতে আসতে হতো না। কারাগারে বসেই হাজিরা দিতে পারতেন।
উত্তরে পলক জানান, করোনার সময়ে আমরা এই ব্যবস্থা চালু করেছিলাম। তবে অনেক সীমাবদ্ধতার কারণে বেশি দূর এগোনো সম্ভব হয়নি।
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।
আদালতে দুদকের আবেদনের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এবং সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন জানান, জুনায়েদ আহমেদ পলক যাত্রাবাড়ী থানার একটি মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১ এর মামলায় এজাহারভুক্ত আসামি। এজন্য তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন।
অন্যদিকে, মামলার এজাহারে শাফি মোদ্দাছির খান জ্যোতির নাম থাকায় তাকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়।
প্রসঙ্গত, মামলাটি দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ মামলা হিসেবে নিবন্ধিত। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।