×

অপরাধ

শেখ হাসিনা পরিবারের প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ মিললো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

শেখ হাসিনা পরিবারের প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ মিললো

ছবি : সংগৃহীত

   

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে। বুধবার দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোন থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, এই বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তি।

মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আমাদের অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি, যা ক্ষমতার অপব্যবহারের স্পষ্ট প্রমাণ দিচ্ছে। অনুসন্ধান দল প্রতিবেদন জমা দিলে আমরা বিস্তারিত জানাব। তবে শিগগিরই ভালো কিছু তথ্য আমরা প্রকাশ করতে পারব।

এর আগে ২২ ডিসেম্বর, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩০ হাজার কোটি টাকা) বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

ছাত্র আন্দোলনের চাপে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ত্যাগ করেন।

দুদক জানায়, অনুসন্ধান চলমান এবং এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেয়া হবে। তবে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে উল্লেখ করেন মহাপরিচালক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App