শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা নারী আইনজীবীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
ঢাকা আইনজীবী সমিতির সদস্য নুপুর আক্তার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ৯৩ জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। রবিবার (১২ জানুয়ারি) মামলাটি ঢাকা মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে দায়ের করা হয়।
নুপুর আক্তারের অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ায় তাকে গুলি করা হয়। এরপর তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বিচারক অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং মামলাটি নিয়ে দিনের শেষে সিদ্ধান্ত দেয়া হতে পারে বলে জানা গেছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
নুপুর আক্তার অভিযোগে আরো উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার ২০৫টি, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ১৮টি, অপহরণের তিনটি, হত্যাচেষ্টার ১২টি এবং বিএনপির মিছিলে হামলার একটি মামলাসহ মোট ২৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
বিচারক আজকের শুনানির পর মামলাটি নেয়া বা বাতিলের বিষয়ে আদেশ দিতে পারেন বলে জানা গেছে।