পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন করলেন জামায়াত নেতারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত
আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ড পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রবিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিন সকাল ৮টায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে সিদ্দিকের ওয়ারিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে আরো ১২টি দোকান পুড়ে যায়। এছাড়া দোকানগুলোর সামনে পার্কিং করে রাখা আরো ৬টি গাড়িও পুড়ে যায়।
তাৎক্ষণিক খবর পেয়ে তেজগাঁও ট্রাক স্টান্ডের জামায়াতের নেতা-কর্মীরা ছুটে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, কর্মপরিষদ সদস্য আব্দুল হক, আলী আকবর হোসেন, ট্রাক স্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় জামায়াত নেতা আতাউর ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন, তাদেরকে সান্ত্বনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনের কারণ তদন্তসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।