স্ত্রী-সন্তানসহ জাহাঙ্গীর কবির ও শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান ও তাঁর শ্যালক তানভীর আহমেদের নামেও একই ধরনের অভিযোগে মামলা করেছে দুদক।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
আক্তার হোসেন বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিসিএল) থেকে লাইসেন্স নিয়ে রাতুল টেলিকম নামের একটি প্রতিষ্ঠান চালাতেন তাঁরা। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু ও পরিচালক এস আমরীন রাখি। তাঁরা জাহাঙ্গীর কবির নানকের ক্ষমতা অপব্যবহার করে বৈদেশিক ইনকামিং কলের মাধ্যমে যে অর্থ আয় করেছেন, তা দেশে আনেননি, যা মানিলন্ডারিং আইনে অপরাধ।
এদিকে ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর স্ত্রী সালমা ওসমান ও তাঁদের ছেলে তানভীর আহমেদের নামে মামলা করার অনুমতি দিয়েছে দুদক।
দুদক সূত্র জানায়, কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এবং সাবেক এমপি শামীম ওসমান বিটিসিএলের লাইসেন্সধারী অপারেটর হিসেবে ৯১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৮৬৫টি আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য বাবদ ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার আয় করেছেন। তবে তাঁরা এই বিপুল অর্থ দেশে না এনে পাচার করেছেন, যা মানি লন্ডারিং আইনে অপরাধ।