সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর ছেলে টিপু গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম

আবদুল লতিফ টিপু। ছবি : সংগৃহীত
হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর ছেলে ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে কোতোয়ালি থানার কাজির দেউরি এলাকার ব্যাটারি গলি নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
কোতোয়ালি থানার ওসি আবদুর করিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আবদুল লতিফ টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এমএ মান্নানের ছেলে। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক।
পুুলিশ জানায়, টিপুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরো পড়ুন : ঢাকার সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার