৩ মামলায় সালমান এফ রহমানের হাজিরা, তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

ছবি: সংগৃহীত
হত্যা ও হত্যাচেষ্টার তিন মামলায় হাজিরা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) কারাগার থেকে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় এবং দোহার থানার একটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত কর্মকর্তারা এসব মামলার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভিক্টোরিয়া চাকমার আদালত নবাবগঞ্জ থানার দুইটি হত্যাচেষ্টা মামলায় এবং ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন দোহার থানার এক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন।
এ তিন মামলায় সালমান এফ রহমানের হাজিরা শেষে তাকে ফের কারাগারে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীক নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনসহ হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।