'ডেভিল হান্ট' অপারেশনে আটক এমপি নিখিলের সহযোগী রিংকু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১২ পিএম

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে। ছবি : ভোরের কাগজ
'ডেভিল হান্ট' অপারেশনে আটক করা হয়েছে সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী রিপন আহম্মেদ রিংকু। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ মিরপুর ২ নম্বর থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, মিরপুর মডেল থানার অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে মিরপুরের আলোচিত চাঁদাবাজ, সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী ও অস্ত্রবহনকারী, কিশোর গ্যাং এর প্রধান, মিরপুরের ত্রাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী ও যুবলীগের সক্রীয় সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী, ছাত্র হত্যা মামলার আসামি এবং মিরপুর মডেল থানার ক্লুলেস মামলা নং- ০৩(০২)২৫ ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামি রিপন আহম্মেদ রিংকুকে মিরপুর মডেল থানাধীন এফ-ব্লক, মিরপুর-২ হতে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে।
আরো পড়ুন : সাবেক সংসদ সদস্য মজিদ খান গ্রেপ্তার