গোপালগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম

ছবি: সংগৃহীত
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা বন্ধ, উপাসনালয়, অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কালীবাড়িতে জড়ো হতে থাকেন হাজার হাজার প্রতিবাদকারী নারী-পুরুষ। এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়।
দুপুর ১২টায় সেখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো শহর। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মানববন্ধন রূপ নেয় বিক্ষোভ সমাবেশে। প্রায় ৪ কিলোমিটার সড়ক জুড়ে অবস্থান নিয়ে নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে।
এ কর্মসূচিতে যোগ দেয়, জেলার ৫টি উপজেলার সব উপাসনালয় ও ধর্মীয় সংগঠনের হাজার হাজার মানুষ। শুধু তাই নয়, প্রতিটি গ্রাম থেকে দলে দলে মিছিল সহকারে যোগ দেয় হাজার হাজার মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুলিশ লাইন থেকে পাচুড়িয়া পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরো পড়ুন: মুজিবনগর কমপ্লেক্সের ৬শ ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা
বিক্ষোভ সমাবেশে শিশু-নারীসহ হাজার হাজার মানুষ অংশ নেয়। পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি রমেন সরকার।
সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। স্লোগানের মধ্যে ছিল- ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী কারো বাপ-দাদার’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, সনাতনীরা জেগেছে’, ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, ছেড়ে কোথাও যাব না’, ‘স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ও ‘বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই।’