নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতির লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম

নিহত যুবদল নেতা আনোয়ার হোসেন আনু।
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবদল নেতা ওই ভবনের নবম তলায় ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের ছেলে-মেয়ে ও শ্বশুর বাড়ির স্বজনসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই।
নিহতের স্বজনদের দাবি, আনুর সাবেক স্ত্রী ও ছেলে-মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে।
কিন্তু আনোয়ার হোসেন আনুর মেয়ে প্রেরণার দাবি, তার বাবা মাদকসেবী ছিলেন। এ নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এক পর্যায়ে তার মা তার বাবেকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগছিলেন।
সোমবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের মেয়ের দাবি, তাদের দুই ভাইবোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে তার চাচা তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়া উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, নিহতের ভাই বোন হত্যাকাণ্ডের অভিযোগ করায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তরে পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়ছে।