×

ঢাকা

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি : ভোরের কাগজ

   

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা এক দফা, এক দাবি মুহুমুহু স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবি জানান। ২৪ ঘণ্টা মধ্যে পদত্যাগ না করলে আরো কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, ডা. নাজমুল হাসান স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নিজ জেলাতেই বিগত ৮ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করছেন। গত ২০১৫ সালে তার স্ত্রী ডা. শাহতাজ আলমকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। কিন্তু তার স্ত্রী নিয়োগের পর দুই বছরে একদিনও অফিসে না এসেই নিয়মিত বেতন ভাতা গ্রহণ করেন। প্রতিদিন ১০-১২ জন রোগীকে অতিরিক্ত ভর্তি দেখিয়ে তাদের অনুকূলে সরকারি বরাদ্দের সব টাকা হাতিয়ে নেয়। তিনি ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন তারা।

রিয়া খানম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িত। তাই আমরা তার পদত্যাগ চাই।’ সৌরভ মোল্যা নামে অপর এক শিক্ষার্থী জানান, ‘ডা. নাজমুল হাসানের অসদাচরণের কারণে আলফাডাঙ্গা উপজেলার মানুষ কোন স্বাস্থ্যসেবা পাননি। সরকারি অর্থ কিভাবে আত্মসাৎ করা যায় সেদিকে সবসময় তার নজর থাকে।’ 

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান আন্দোলনের বিষয়টি কর্ণপাত না করে বলেন, ‘শুনেছি হাসপাতালের সামনে কিছু লোক বিক্ষোভ করেছে। তবে কি কারণে বিক্ষোভ করেছে তা আমার জানা নেই।’

এবিষয়ে ফরিদপুর ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, ‘এই বিষয়টি আগে আমাকে কেউ জানায়নি। আমি আগামীকাল অফিসে গিয়ে বিষয়টি খোঁজ-খবর নিবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App