মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জের পশ্চিম বান্দুটিয়া এলাকার এক জামাইকে বেউথা এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযুক্তদের বাবা মা ও স্ত্রী বাড়ি থেকে সটকে পড়ার পূর্ব মুহূর্তে এলাকাবাসী তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাকিন ও সোয়েব নামে দুই যুবক পলাতক রয়েছে।
জানা গেছে, নিহত আশরাফুল ইসলাম পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং মানিকগঞ্জের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই। তিনি বান্দুটিয়ার পৌর এলাকায় বসবাস করতেন।
থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে শহরের বেউথা এলাকায় ঘাতকরা পলাশকে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরো পড়ুন : ‘মুরুব্বি, মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর শরীরে গরম পানি নিক্ষেপ, অভিযুক্ত নারী গ্রেপ্তার
নিহত পলাশের শ্যালক নয়ন জানান, শুক্রবার রাত ৮টা দিকে তার বোন জামাই পলাশকে বান্দুটিয়া এলাকার আমজাদের দুই ছেলে সাকিন, সোয়েবসহ আরো তিন-চারজন মিলে কালীগঙ্গা নদীর বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। মুমূর্ষু অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম আমান উল্লাহ্ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।